ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আবরারের খুনি জেমি জেল থেকে পালিয়েছিল ৬ আগস্ট

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আবরারের খুনি জেমি জেল থেকে পালিয়েছিল ৬ আগস্ট

ছ‌বি: সংগৃহীত

ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ। কিন্তু এবার আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি পালিয়েছে, তাও আবার কারাগারের কন্ডেম সেল থেকে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে রাতেই উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। মধ্যরাতেই আবরার ফাহাদের হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বেরিয়ে পড়েন শত শত সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে গতকাল রাত সাড়ে এগারোটায় সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড় ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আসামি জেমিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন শেষে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, 'হাইকোর্টে শুনানি চলছিল এবং সেখানে তারা জানতে পেরেছেন খুনি জেমি পালিয়ে গেছে।' ফাইয়াজ তার ভাইয়ের খুনি পলায়নের জন্য রাষ্ট্রকে দায়ী করেছেন। ফাইয়াজ অভিযোগ করে বলেন বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা জানতে পেরেছিল, কিন্তু তারা সেটি লুকিয়ে রেখেছিল।

তিনি জানান, হাইকোর্ট জানিয়েছে সে নাকি ৫ আগস্টের পরে পালিয়েছে। তারা এর স্পষ্ট কোন জবাব পাননি। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কন্ডেমসেল থেকে পলায়নের ঘটনায় মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দির সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করেন। বিষয়টি নিয়ে ১৫ আগস্ট কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কারা কর্তৃপক্ষ আরো জানায় সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীসহ ৫১ জন বন্দিকে গ্রেফতারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক জেমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট ১৭তম ব্যাচের শিক্ষার্থী। উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যা মামলায় বিভিন্ন দন্ডে দন্ডিত ২২জন বন্দির মধ্যে বর্তমানে ২১জন বন্দি কারাগারে আটক।

আবীর

×