ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন কর্মকর্তার ভেতরেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও ছিল

প্রকাশিত: ১৭:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন কর্মকর্তার ভেতরেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও ছিল

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি এক অনলাইন মিটিংয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী তথ্য দিয়েছেন।ইলিয়াস হোসাইন বলেন,"আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি। তাদের মত করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এখানে সত্যের কোন ধরনের চিহ্ন রাখা হয় নাই।"


তিনি আরও দাবি করেন,"এই পিলখানা হত্যাকাণ্ডের যে ৫৭ জন কর্মকর্তা, আমি নাম বলবো না, এই ৫৭ জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল।"
ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে উঠে এসেছে,"বিডিআর হত্যাকাণ্ড আসলে ৫৭ জন অফিসারকে দিয়ে এটাই শেষ না, এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে।"


তিনি আরও বলেন,ছয় মাস ধরে আগস্টের পর থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক হয়েছে, এগুলো নিয়ে কাজ করার।"
ইলিয়াস হোসাইন বলেন"সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওইদিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত অন্য খাতে নিতে চেয়েছিলেন-সবাই এই ঘটনার শিকার হয়েছেন।"


তিনি যুক্ত করেন,"বিডিআরদের ব্যাপক নির্যাতন করা হয়েছে। তিন তারিখের পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে র‍্যাবের নির্যাতন চলেছে।এই হত্যাকাণ্ড শুধু বিডিআরের বিদ্রোহ নয়, এর পেছনে সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সম্মিলিত কার্যক্রম ছিল।"


ইলিয়াস হোসাইন জানান"ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর সৈনিক জড়িয়ে গিয়েছিল, কেউ বুঝে আবার কেউ না বুঝে এই ঘটনার অংশ হয়েছে।আমরা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। এই তদন্ত হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে। বর্তমান বিচার আমরা মানি না!"তিনি জোর দিয়ে বলেন,বাংলাদেশের মানুষকে বুঝানোর দরকার নেই যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।


সূত্র:https://tinyurl.com/yjzn45dd

আফরোজা

আরো পড়ুন  

×