ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ভারতের একমাত্র ভরসা এখন বিএনপি

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের একমাত্র ভরসা এখন বিএনপি

ছ‌বি: সংগৃহীত

দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসবেনা দলটি। ৭ মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি।

ইসলামপন্থী দল ও গণ-অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায়। এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় যতোই গড়াচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে।

জানা গেছে, আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় ধরে নিয়ে দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা।

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের ভাষ্যমতে তাই শোনা গেলো। নারাভানে বলেন, "ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যমে।"

আবীর

আরো পড়ুন  

×