ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

হত্যা মামলায় পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

হত্যা মামলায় পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চার দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জে তিনটি পৃথক হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনাইদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানোর প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনাইদ আহমেদকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনটি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি।

এর আগে গত বছর সরকারের পতনের পরদিন ৬ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

এমটি

×