ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বোয়েসেলের নামে ভুয়া প্রজ্ঞাপন জারি করছে প্রতারক চক্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বোয়েসেলের নামে ভুয়া প্রজ্ঞাপন জারি করছে প্রতারক চক্র

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট ও সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নামে ভুয়া প্রজ্ঞাপন জারি করে বিদেশ যেতে চাওয়া মানুষের সাথে প্রতারণা করছে একটি চক্র। এ ব্যাপারে মানুষকে সতর্কবাণী দিয়েছেন বোয়েসেল এর বর্তমান মহাব্যবস্থাপক নূর আহমেদ। বোয়েসেলের সুনাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের প্রান্তিক জনগোষ্ঠী, যারা জীবন জীবিকার জন্য বিদেশ যেতে আগ্রহী, তাদের ঠকিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ও মানুষের কাছে এটার গ্রহনযোগ্যতাকে কাজে লাগিয়ে একশ্রেণির প্রতারক এর সুযোগ নিচ্ছে। বোয়েসেলের ৪০ বছরের সুনাম রয়েছে নিরাপদভাবে মানুষকে বিদেশে পাঠানো ও কর্মসংস্থানের ব্যবস্থা করার। এই সুনাম ভাঙিয়ে বিভিন্নভাবে প্রতারণার জাল ফেলে চলেছে চক্রগুলো। 

তিনি জানান, এমন অনেকবারই হয়েছে, যে ঠকে যাওয়া ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে শেষ মুহূর্তে, যখন অনেক পরিমাণে টাকা প্রতারকের হাতে চলে গেছে, অথবা ফ্লাইটের দিন চলে এসেছে। তখন আসলে তাদের তেমন কিছুই করার থাকে না।

সর্বশেষ এই প্রতারক চক্র বোয়েসেল এর নামে ভুয়া প্রজ্ঞাপণ জারি করেছে, এবং ভুয়া পরিচয়ে বোয়েসেল এর সাথে সংশ্লিষ্ট রিক্রুট এজেন্সি ও এজেন্সি মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে।
এসব প্রতারণামূলক কর্মকান্ডের কারণে মানুষের সহায় সম্পদ যেমন হারাতে হয়, বোয়েসেলের সুনাম ও পরিচিতির উপরেও খারাপ প্রভাব পড়ে। এ ধরণের প্রতারক চক্র থেকে সাবধান থাকা এবং অফিশিয়াল প্রজ্ঞাপন ছাড়া ভুয়া বিজ্ঞাপনে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তিনি।

×