ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

জীবিত কেউ ক্রেডিট দাবি করলে বুঝতে হবে সে আন্দোলনের স্পিডের শত্রু: রনি

প্রকাশিত: ০৯:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জীবিত কেউ ক্রেডিট দাবি করলে বুঝতে হবে সে আন্দোলনের স্পিডের শত্রু: রনি

জবানের সম্পাদক রেজাউল করিম রনি বলেছেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনের একমাত্র ক্রেডিট পাবে শহীদরা। জীবিত কেউ যদি এই আন্দোলনের ক্রেডিট দাবি করে বুঝতে হবে সে আন্দোলনের স্পিডের শত্রু। আন্দোলনের স্পিডের এগিনেস্টে দাঁড়াইছে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম রনি বলেন, আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে বুঝতে পারিনি, আমরা ২৪কেও বুঝতে পারছিনা। একটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল। আর এটা নেয়ারেট করছে কারা যারা মুক্তিযুদ্ধে মাঠে ছিল না, কলকাতায় আরাম আয়েসে ছিল মূলত তাঁদের বয়ানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধটা আমরা পাইছি। মাঠের না, সেটা একটা আওয়ামী যুদ্ধ। আর আওয়ামী নেয়ারেশনের বিরুদ্ধে এই অভ্যুত্থান।

তিনি বলেন, ২৪ কেন আমাদের কাছে গুরুত্বপুর্ণ; একাত্তরে আমরা একটা দেশের স্বাধীনতা পেয়েছি। দেশের স্বাধীনতার কথার অর্থ থাকেনা যদি আমরা রাজনৈতিকভাবে স্বাধীন না থাকি। সেটা আমরা ছিলাম না, যার কারণে একটা ভুটাল ফ্যাসিবাদ আমাদের ওপর চেয়ে বসেছে। সেই রাজনৈতিক স্বাধীনতার দরজাটা খুলে দিয়েছে ২৪ কিন্তু ২৪ এর পার্টিকুলার কোন রাজনীতি নেই। ২৪ এর আছে একটা স্পিড, সে স্পিডটা কি আমরা কোন ধরনের রাজনীতি দেখতে চাই না সেটা বলা হয়েছে, সেটার বিরুদ্ধে রায় হয়েছে। কিন্তু কোন ধরনের আমাদের দরকার সেটা করতে পারতে  হবে সেটার জন্য এটার যে ঐক্যটা, ঐক্যটা কিভাবে থাকবে।

জবান সম্পাদক বলেন, একটা জাতির মধ্যে ঐক্য থাকে নেয়ারেশনের মধ্য দিয়ে। যদি আপনি নেয়ারেশন তৈরি করতে না পারেন তাহলে সেটার ঐক্য থাকে না।

সজিব

×