ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

জেমির রহস্যজনক পালানো: কারা কর্তৃপক্ষ যা বলল

প্রকাশিত: ০৭:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জেমির রহস্যজনক পালানো: কারা কর্তৃপক্ষ যা বলল

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর বিষয়ে কারা অধিদপ্তর (উন্নয়ন) এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুনতাসির আল জেমিসহ অন্যান্য পালিয়ে যাওয়া বন্দিদের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ৮৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ মোট ২০২ জন বন্দি দেয়াল ভেঙে পালিয়ে যায়। পরে ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় এ বিষয়ে মামলা করা হয় এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়।

এতে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৫১ জন বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

 

রাজু

×