ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আমার চেয়ে ভালো কেউ থাকলে দায়িত্ব ছেড়ে দেবো: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৪:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আমার চেয়ে ভালো কেউ থাকলে দায়িত্ব ছেড়ে দেবো: পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমার নেতৃত্বে মন্ত্রণালয় যথেষ্ট কাজ করতে পারেনি"— এমন অভিযোগ যদি ওঠে, তাহলে নিশ্চয়ই কোথাও ঘাটতি রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার কমেন্ট এটুকুই যে, নিশ্চয়ই আমি কিছু জায়গায় পারছি না, না হলে এই প্রশ্ন আসত না। তবে যদি এমন কেউ থাকে, যে আমার চেয়ে ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবে, আমি তাকে সাদরে স্বাগত জানাব এবং দায়িত্ব ছেড়ে দেব।"

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সাম্প্রতিক নীতিগুলো নিয়ে বিতর্ক চলছে বিভিন্ন মহলে। তবে উপদেষ্টার মন্তব্য ইঙ্গিত দেয়, তিনি যে কোনো গঠনমূলক পরিবর্তনকে স্বাগত জানাতে প্রস্তুত।

সূত্রঃ https://www.facebook.com/reel/599492596247727

রাজু

×