ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

প্রকাশিত ভুল সংবাদের বিষয়ে জনকণ্ঠ অনলাইন টিম ও কো-অর্ডিনেটরের বক্তব্য

প্রকাশিত: ২৩:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রকাশিত ভুল সংবাদের বিষয়ে জনকণ্ঠ অনলাইন টিম ও কো-অর্ডিনেটরের বক্তব্য

আজ ২৪ ফেব্রুয়ারি, সোমবার, দেশের বহুল প্রচারিত দৈনিক জনকণ্ঠের অনলাইনে

“গত ৬৫ ঘন্টায় ৭২টি ধর্ষণের ঘটনা ঘটেছে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

প্রকাশিত সংবাদে প্রদিবেদনে উল্লেখ করা হয়,দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বিভিন্ন জায়গায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে। 

সিংগাইরে দশম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধ'র্ষণের শিকার মাদ্রাসাছাত্রী, চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ, ট্রলারে মাওয়া ঘাট পার হতে গিয়ে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার, বাবা কর্তৃক ধর্ষণের শিকার এ ধরণের শিরোনামে সংবাদের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নারীদের প্রতি অবমাননাকর ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং সুরক্ষার জন্য আইনী ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন করা হলেও কমছে না ধর্ষণের সংখ্যা। ফলে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার প্রশ্নও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

যা অনাকাঙ্ক্ষিতভাবে ফেসবুকের একটি পোস্ট থেকে নেওয়া হয়েছিল।যেটি আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা মুছে দেই এবং তাৎক্ষনিক প্রতিবেদকের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।

জনকণ্ঠের অনলাইন পোর্টালের কো-অর্ডিনেটর হিসেবে আমি দায়িত্ব নিয়ে স্পষ্ট করতে চাই যে, আমাদের অনলাইনে প্রকাশিত সংবাদটি ইচ্ছাকৃত কোনো ভুল ছিল না, কিংবা কারও জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যেও প্রকাশিত হয়নি।

জনকণ্ঠের অনলাইন টিমের সহ-সম্পাদকদের ৯৯ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন বা স্নাতকোত্তরে অধ্যয়নরত।

তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং ফ্যাসিবাদবিরোধী চেতনায় বিশ্বাসী। তবে, কিছু সহ-সম্পাদক স্নাতক শেষ করেই সাংবাদিকতা শুরু করায় এখনো পুরোপুরি অভিজ্ঞ হয়ে ওঠেননি। তা সত্ত্বেও জনকণ্ঠ নিশ্চিতভাবে বলতে পারে যে, আমাদের অনলাইন টিমের সব সহ-সম্পাদক বস্তুনিষ্ঠ ও ন্যায়সঙ্গত সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের অনলাইন টিম ইতোমধ্যে ফ্যাক্ট-চেকিং শেখার প্রক্রিয়ায় রয়েছে। সংবাদটি যিনি প্রকাশ করেছেন, তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এমনকি আমিসহ অনেকে ওই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলাম।

বর্তমানে দৈনিক জনকণ্ঠের দুটি ফেসবুক পেজে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষের কাছে আমাদের সংবাদ পৌঁছায়। আমরা আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আরও সতর্ক থেকে আরও বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জনকণ্ঠ জনমানুষের কথা বলে, আপনাদের বিশ্বাস ও সমর্থনই আমাদের শক্তি।

ফুয়াদ

×