ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সেন্সিটিভ সময়ে সেন্সিটিভ ইস্যুতে সংবাদমাধ্যম এভাবে শিরোনাম করতে পারে না: কদরুদ্দিন শিশির

প্রকাশিত: ২৩:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সেন্সিটিভ সময়ে সেন্সিটিভ ইস্যুতে সংবাদমাধ্যম এভাবে শিরোনাম করতে পারে না: কদরুদ্দিন শিশির

ছবি: সংগৃহীত।

এএফপি-এর সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির আজ (২৪ ফেব্রুয়ারি) তার ফেসবুক স্ট্যাটাসে কক্সবাজার বিমানঘাঁটিতে স্থানীয়দের হামলার ঘটনায় প্রকাশিত একটি পত্রিকার শিরোনাম নিয়ে মন্তব্য করেছেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, এক পত্রিকা শিরোনাম করেছে, 'কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ১'।  শিশির বলেন, "এটা একটি ভুল বা বিভ্রান্তিকর শিরোনাম, কারণ এটি সঠিক কনটেক্সট না দিয়ে সংবাদ প্রচার করছে, যা তথ্যের বিকৃতির দিকে ঠেলে দিতে পারে।"

শিশির আরও বলেন, "এখন বাংলাদেশের পরিস্থিতি এমন যে, বিভিন্ন জায়গায় হামলা, ডাকাতি, খুন, ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমে আসছে। সরকারের বিরুদ্ধে জনমনে কিছু শঙ্কা এবং বিভ্রান্তি রয়েছে। এমন সময়ে, সংবাদমাধ্যমের উচিত একটি ঘটনা সম্পর্কে পুরো তথ্য দেওয়ার আগে বিভ্রান্তিকর শিরোনাম না দেওয়া।"

তিনি উল্লেখ করেন, "শিরোনামটি পড়ে মনে হতে পারে যে, ঘাঁটিতে একজন নিহত হয়েছেন। তবে বাস্তবে নিহত ব্যক্তি ঘাঁটিতে মারা যাননি, এবং তিনি ঘাঁটির কোনো সৈন্যও ছিলেন না।"

এছাড়া, কিছু শিরোনামে আইএসপিআরের বরাতে 'দুর্বৃত্তের হামলা' উল্লেখ করা হলেও, ঘটনাটি সম্পর্কে পুরো কনটেক্সট না দেওয়ার কারণে সংবাদটি বিভ্রান্তিকর হতে পারে। শিশির জানান, "ঘটনার পেছনে রয়েছে বিমান বাহিনীর লোকজন এবং স্থানীয় জলবায়ু উদ্ভাস্তুদের মধ্যে জমির মালিকানা নিয়ে পুরনো বিরোধ। এরই প্রেক্ষিতে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে।"

এভাবে সংবাদমাধ্যমের শিরোনাম প্রকাশ করা উচিত নয়, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সামাজিক অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে।

সায়মা ইসলাম

×