ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বন্ধুর মতো বাংলাদেশের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলো পাকিস্তান

প্রকাশিত: ২১:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বন্ধুর মতো বাংলাদেশের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলো পাকিস্তান

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে এগিয়ে এলো পাকিস্তান। পাকিস্তানের সাথে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে বাণিজ্য চালু হচ্ছে বাংলাদেশের। এর আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে এরইমধ্যে বাংলাদেশের পথে রওনা হয়েছে পাকিস্তানের জাহাজ।

এ খবরটি দিয়েছে দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। খবরে বলা হয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত কার্গো জাহাজ করাচির পোর্ট কাশি থেকে রওনা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে মেট ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিবির মাধ্যমে সরবরাহ করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল। চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপের ২৫ হাজার টন চাল বাংলাদেশের পথে, বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আবীর

×