ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

প্রকাশিত: ২১:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ছবি: সংগৃহীত।

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে নির্মমভাবে হত্যা করা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ হত্যাকাণ্ডে একদল ছাত্রলীগ নেতাকর্মীর নাম উঠে আসে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

নতুন করে আলোচনায় এসেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পলায়নের ঘটনা। আজ সন্ধ্যায় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তার ফেসবুক স্ট্যাটাসে জানান, মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর জেল থেকে পালিয়ে গেছেন। তবে এই তথ্য পরিবারকে এতদিন জানানো হয়নি। ফাইয়াজ লিখেছেন, "ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালাল কীভাবে! পালানোর পরেও এতদিন তথ্য বাইরে না আসা প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে।"

পলাতক আসামির পরিচয়:

নাম: মুনতাসির আল জেমি

পিতা: আব্দুল মজিদ

মাতা: জোসনা বেগম

ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ


ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি কীভাবে কারাগার থেকে পালিয়ে গেলেন, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

সায়মা ইসলাম

×