ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজহারির স্ট্যাটাস

প্রকাশিত: ২০:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজহারির স্ট্যাটাস

ছবি: সংগৃহীত।

আলোচিত ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, "সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।" এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও লেখেন, "নিরাপদ জনজীবন ও জনমনে স্বস্তি ফিরে আসুক"—এমনটাই তিনি কামনা করেন।

সায়মা ইসলাম

×