ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে উদ্যোগের কথা জানালেন প্রেস সচিব!

প্রকাশিত: ২০:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে উদ্যোগের কথা জানালেন প্রেস সচিব!

ছবি: সংগৃহীত

ঢাকা শহরসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর সমন্বিত টহল পরিচালিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"

আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করে শফিকুল আলম বলেন, "বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে।"

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানো হবে। তিনি বলেন, "নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বাহিনীগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অভিযান আরও জোরদার করা হবে।"

সূত্র : https://www.dailynayadiganta.com/crime/19694928?fbclid=IwY2xjawIpX6tleHRuA2FlbQIxMQABHRiIwv3oh2Ri4VokEPSqNLExR_Q434Co-tSAgE-lgMi1Ky5ThGfuXRRAJQ_aem_UWiTr9Ogeqt61EHjysJMWw

আসিফ

×