ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জনতার দলসহ ৩০টি নাম প্রস্তাবনা এসেছে: আখতার হোসেন 

প্রকাশিত: ২০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জনতার দলসহ ৩০টি নাম প্রস্তাবনা এসেছে: আখতার হোসেন 

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জনতার দলসহ ৩০টি নাম প্রস্তাবনা এসেছে নতুন রাজনৈতিক দলের জন্য। 

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন রাজনৈতিক দল ঘোষণার পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার বলেন, পরিবারতন্ত্র থেকে দেশের জনগণ মুক্তি চায়, দখলদারিত্ব মাফিয়া নীতি ও দেশের জনগণ দেখতে চায় না। জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দলের ভূমিকা দেখতে চায়। 

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের জন্য গণতন্ত্র, স্বাধীনতা ,ন্যায়বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি গুরুত্ব দিয়েছেন জনমতে অংশগ্রহণকারীরা । ২ লক্ষের অধিক  মানুষ জনমতে যুক্ত হয়েছে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×