ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের জন্য বড় সুখবর দিলো চীন! এবার কী করবে ভারত

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের জন্য বড় সুখবর দিলো চীন! এবার কী করবে ভারত

ছবিঃ সংগৃহীত।

ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমাগত ই তলানিতে পৌঁছাচ্ছে। যেখানে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান। তবে এবার কোন ধরনের গোপনীয়তা নয়। সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত, আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয়ে গেছে। অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে।

চীনের বক্তব্য খুবই স্পষ্ট। এছাড়াও চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিতে তৈরি যার মূল্য তুলনামূলক কম। দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এটা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে পারবে । সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল অস্ত্র সরবরাহ নয় বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের চির প্রতিদ্বন্দী ভারতকে কোণঠাসা করে রাখার কোন সুযোগই হাতছাড়া করবে না তারা। তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।

বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে সবকিছু দ্রুত পরিবর্তন হয়। বাংলাদেশের সীমান্তে ভারতের হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করেছে। তবে এখন পরিস্থিতি বদলেছে নতুন সমীকরণে ক্রমাগতই ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারবে সেটাই দেখার বিষয়।

মুহাম্মদ ওমর ফারুক

×