ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

কী ঘটেছিল কক্সবাজার বিমান ঘাঁটিতে, বিস্তারিত জানাল আইএসপিআর

প্রকাশিত: ১৮:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কী ঘটেছিল কক্সবাজার বিমান ঘাঁটিতে, বিস্তারিত জানাল আইএসপিআর

ছবি: সংগৃহীত।

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটির চেকপোস্টে এক মোটরসাইকেল চালককে আটক করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ার কয়েকজন দুর্বৃত্ত জড়িত ছিল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতিপাড়ার কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। ঘটনা প্রসঙ্গে জানানো হয়, বিমান বাহিনীর চেকপোস্টে এক স্থানীয় ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় প্রভোস্ট সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যান। এ সময় সমিতিপাড়ার প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরবর্তীতে জনসমাগম আরও বাড়লে বিমান বাহিনীর সদস্য ও কিছু দুর্বৃত্তের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন, যার মধ্যে একজন কর্মকর্তা ও তিনজন বিমানসেনা রয়েছেন। এ ঘটনায় শিহাব কবির নাহিদ নামে এক যুবক গুরুতর আহত হন এবং বিমান বাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর স্পষ্ট করে জানায়, 'রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার স্বার্থে বিমান বাহিনীর সদস্যরা Rules of Engagement অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে, তবে কোনোপ্রকার তাজা গুলি ব্যবহার করা হয়নি।' এ ঘটনায় গুলির যে খোসার ছবি ছড়ানো হয়েছে, সেটি ফাঁকা গুলির (Blank Cartridge) খোসা, যা প্রাণঘাতী নয় এবং কেবল শব্দ তৈরি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাঁটিটির নাম ভুলভাবে "বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা" উল্লেখ করা হচ্ছে, যা সঠিক নয়। ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে ঘাঁটির নাম পরিবর্তন করে "বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার" রাখা হয় এবং সেটিই বর্তমানে বহাল রয়েছে।

আইএসপিআর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সায়মা ইসলাম

×