ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

পাহাড়ের প্রতিটি কোণায় দ্রুত সেনা মোতায়েন করা হোক, কেন বললেন ইলিয়াস?

প্রকাশিত: ১৭:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

পাহাড়ের প্রতিটি কোণায় দ্রুত সেনা মোতায়েন করা হোক, কেন বললেন ইলিয়াস?

ছবিঃ সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি শাহাদাত ফারাজি শাকিবের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের কিছু আদিবাসী  (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি গোষ্ঠীর) গোষ্ঠীর দায়ের করা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে শাকিবকে। তার মতে, এই গোষ্ঠীগুলো আদিবাসী পরিচয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে দেশপ্রেমিক কেউ যদি এই বিষয়ে প্রতিবাদ জানায়, তবে তাকে গ্রেপ্তার করা উচিত নয়। একই সঙ্গে তিনি পার্বত্য এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান। তার মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে যেভাবে বাঙালিদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা পুনরায় বাস্তবায়ন করা দরকার।

তিনি শেখ হাসিনার করা শান্তি চুক্তির আওতায় যেসব সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল, সেগুলো পুনরায় স্থাপনের আহ্বান জানান। ইলিয়াস হোসাইন বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা সেনা মোতায়েনের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1EZsMiBbj2/


 

মারিয়া

×