ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ইকবাল করিম ভূঁইয়া

শাপলা চত্বরে জড়িত থাকার অভিযোগ নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

শাপলা চত্বরে জড়িত থাকার অভিযোগ নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান

ছবিঃ সংগৃহীত।

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, ২০১৩ সালের ৫ মে, মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির সমর্থনে অনুষ্ঠিত মহাসমাবেশের দিন এবং সেই ভয়াল রাত ও পরদিন, ৬ মে, দেশজুড়ে হত্যাকাণ্ড, আহত ও গ্রেফতারের মাধ্যমে রাষ্ট্রীয় বর্বরতার নজির স্থাপিত হয়। তবে জনপ্রতিরোধ সরকারের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে না পৌঁছানোয় বাংলাদেশ সেনাবাহিনীকে নামানো হয়নি। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি, পুলিশ ও র‍্যাব ব্যবহার করে আলেম-ওলামা ও তাঁদের অনুসারীদের ওপর দমন-পীড়ন চালায়। তবু কেউ কেউ সেজন্য আমাকে অভিযুক্ত করেন।

ক্ষমতাসীন দলের বিভিন্ন বাহিনীর লাগাতার হামলা, হাঙ্গামা ও আক্রমণের পর, রাতে আইনশৃঙ্খলা বাহিনী 'অপারেশন সিকিউর শাপলা' চালিয়ে ব্যাপক বলপ্রয়োগের মাধ্যমে সমাবেশকারীদের সরিয়ে দেয়। সেদিন রাজপথে প্রয়োজনীয় দৃঢ়তা, সাহস ও জনবলসহ আক্রান্ত মজলুমদের সমর্থক রাজনৈতিক শক্তিগুলোর অনুপস্থিতি ছিল বিস্ময়কর ও হতাশাজনক! তবু কিছু মানুষ এমনভাবে আমাকে দায়ী করছেন, যেন সেনাপ্রধান থাকাকালে দেশে ঘটে যাওয়া সব অনিয়ম ও অপরাধের দায় আমার ওপর বর্তায়।

মুহাম্মদ ওমর ফারুক

×