ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

কক্সবাজারে বিমানবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা পূর্বপরিকল্পিত? যা জানালেন সায়ের

প্রকাশিত: ১৫:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারে বিমানবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা পূর্বপরিকল্পিত? যা জানালেন সায়ের

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, সংঘর্ষের সূত্রপাত হয় বিমানবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর বাইরে বিক্ষুব্ধ ব্যক্তিদের শান্ত করার চেষ্টা থেকে।

ভিডিও ফুটেজ অনুযায়ী, বিমানবাহিনীর একজন কর্মকর্তা বিক্ষোভকারীদের শান্ত করতে এগিয়ে যান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে তিনি ফিরে আসেন। ঠিক তখনই নিরাপত্তা বেষ্টনীর বাইরে দায়িত্বপালনরত এক বিমানসেনার অস্ত্র টান দিয়ে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সূত্র : https://www.facebook.com/share/v/12FstNgscDi/

আসিফ

×