ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আসিফ সৈকত

ইসকন ইস্যুতে যখন পুরা দেশ উত্তাল, আল বটস চুপ ! 

প্রকাশিত: ১৫:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ইসকন ইস্যুতে যখন পুরা দেশ উত্তাল, আল বটস চুপ ! 

ছবিঃ সংগৃহীত।

শাপলা চত্বর, ইসকন এবং অন্যান্য ইসলামিক ইস্যুতে জামাতের অবস্থান নিয়ে মুখ খুলেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। তিনি তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, শাপলা চত্বর মেসাকারের সময়ও চুপ মারায়া আছিলো এই আল বটস্ এর জান্নাতীরা । একই স্টাইল তাগো । চুপ মাইরা থাকবো ! মধ্যে দিয়া ঈমানী পরীক্ষা দিছে হাসিনা থিকা ' মৌ/ লবাদী 'জঙ্গী 'নাম পাওয়া ,  সাফার করা প্রকৃত ইসলামের যোদ্ধারা। ইস/কন ইস্যু তে যখন পুরা দেশ উত্তাল , সবাই সোচ্চার , আল বটস্ চুপ ! পরিস্হিতি যখন বুঝছে ফেভারেবল - তখন হালকা প্রোটেস্ট কইরা পাবকিকরে বুঝ দিয়া দিছে হালকার উপ্রে ঝাপসা ! আজ ২ সপ্তাহের বেশি হয়া গেছে ইসলাম অবমাননার , চুপ মারায়া আছে !  ২২ তারিখ থিকা টুকটাক মিছিল কইরা বুঝ দিতাছে পাবলিকরে ! আল বটস্ গো লগে আজহারী সাবও চুপ ! সেও জাস্ট ১ টা স্ট্যাটাস দিয়া সবাইরে বুঝ দিয়া দিছে । ওরে ক্লাইমেক্স রে !

তিনি আরো লিখেন, তিনি আরো লিখেন, আল বটস্ গো সামান্য ভুল ধরায়া দিলেই জা*জের পাল বট আইডি লেলায়া দেয় , এমন ন্যাক্কার মেন্টালিটি এগুলার। অথচ বইমেলায় মাদ্রাসার ছেলেদের ' স্টুপিড, বেক্কল ' লেইখা ওপেন পোস্ট দিছিলাম শাহবাগীগো ট্রাপ বা চক্রান্ত বুঝতে না পেরে।  ৫ ঘন্টা পরে সেই পোস্ট কারেক্ট করে ক্ষমা চাইছি। এই ৫ ঘন্টায় আল্লাহর নামে কসম কেটেই বলতেছি একজন আলেম বা ছাত্রও একটা বাজে মন্তব্য করে নাই। এটারে কয় প্রকৃত শিক্ষা , বেসিক ডিফারেন্স প্রকৃত ধর্ম চর্চাকারী আর ধর্ম ব্যবসায়ীদের ।

মুহাম্মদ ওমর ফারুক

×