ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দেশে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিত: ১৫:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দেশে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরার আহ্বান সেনাপ্রধানের

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় বল প্রয়োগ না করার এবং ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন।দেশের বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে।” আজ দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য দেন।


এ সময় তিনি বলেন, “আমরা এখন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, আমাদের ধৈর্য ধরে এই কাজ করতে হবে। দেশের মধ্যে কোন ধরনের অশান্তি ও শৃঙ্খলার অভাব যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”


তিনি আরও বলেন,"আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি, শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজগুলোই আমাদের প্রধান দায়িত্ব। আমি প্রথমে মনে করেছিলাম খুব দ্রুত এই কাজ শেষ করে সেনানিবাসে ফিরে আসব, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে।"


জেনারেল ওয়াকার উজ জামান বলেন,"আমাদের এই কাজটি করতে হবে, আমাদের দেশের জন্য। আমি জানি, দীর্ঘ সময় ধরে আমরা এই কাজগুলো করছি, তাই ধৈর্য থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে কাজটি শেষ করতে হবে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে যতদিন না আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, এবং দেশ একটি শৃঙ্খলা ফিরে পায়।"


তিনি আরও বলেন,"এটা নিশ্চিত করতে হবে, কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয়। বলপ্রয়োগ কখনও কখনও প্রয়োগ হতে পারে, তবে সেটা হবে যথাসম্ভব প্রপোরশনেট এবং যত কম বলপ্রয়োগ করা যায়, ততই ভালো।"
শেষে সেনাপ্রধান বলেন,"ইনশাআল্লাহ, যদি আমরা সবাই একসাথে কাজ করি, আমরা দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব এবং একটি সুন্দর দেশ পাবো।"


সূত্র:https://tinyurl.com/3jdby3sx

আফরোজা

×