ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এই নোংরা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট: সোহেল তাজ

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

এই নোংরা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট: সোহেল তাজ

ছবিঃ সংগৃহীত

একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোন প্রমান ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা ঠিক না।   

সত্য বলার সময় এসেছে, সত্যিই হচ্ছে সবচে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান, মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচে বড় হাতিয়ার আর ঢাল। 
 
আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মত হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিক ভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুলো বলতে চাই। 

আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্যে বলবো, চিন্তা করবেন না। এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/19uWA6PH21/

রিফাত

×