ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মানুষটারে ভারতের “র” স্পেশাল মিশন দিছে, বিএনপির পোড়া কপাল: আসিফ সৈকত

প্রকাশিত: ১৩:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মানুষটারে ভারতের “র” স্পেশাল মিশন দিছে, বিএনপির পোড়া কপাল: আসিফ সৈকত

সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তার এক ফেসবুক পোস্টে ভারতের র নিয়ে কথা বলেছেন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আসিফ একথা জানান।

আসিফ তার ফেসবুক পোস্টে লিখেন,নির্ভরযোগ্য সূত্রে খবর পায়া , ক্রসচেক কইরা তাজ্জব এবং অবাক হইলাম !

মানুষটারে ভারতের ' র 'স্পেশাল মিশন দিছে । তারেক আর খালেদা বাদে বিএনপির কাউরেই পজেটিভ বলা যাবে না। সে সেটাই ফলো করতাছে। তার পোস্টের রিচও হুহু কইরা বাড়ায়া দেয়া হইছে । একই সাথে তারে মিশন দেয়া হইছে - বিএনপি বিরোধী পোস্ট গুলার সুবিধা যেনো আপাতত জামাত পায় ।

সোর্সরে জিগাইলাম - ' পোস্ট জামাতের পক্ষে গেলে তার লাভ কি ? '

উত্তরে কইলো - ' আগে বিশ্বাস অর্জন, পরে এমন কিছু তথ্য সন্ত্রাস তারে দিয়াই ঘটাবে যেটা দেশকে অস্হিতিশীল করবে, বিএনপি জামাতের সর্বশেষ বিশ্বাসটুকুও প্রশ্নবিদ্ধ কইরা দিবে । বিএনপি জামাতের আলোচনার যদি সুযোগ থাকেও সেটাও কৌশলে নষ্ট করে দেয়া হবে।তারে জামাত বিশ্বাস করা শুরু করছে অলরেডি। '

শালার বিএনপির কপাল রে !পোড়া কপাইল্লা দল !

ফুয়াদ

×