ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আর্মি ও যৌথবাহিনীর অভিযান দিয়েও সব ঠিক করা সম্ভব না, কেন বললেন সাইয়েদ আব্দুল্লাহ?

প্রকাশিত: ১২:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আর্মি ও যৌথবাহিনীর অভিযান দিয়েও সব ঠিক করা সম্ভব না, কেন বললেন সাইয়েদ আব্দুল্লাহ?

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, পুলিশের কনফিডেন্স ফেরানোটা সবচেয়ে জরুরি। পুলিশ ঠিকমতো ফাংশন না করলে ওই কাজ আর্মি দিয়ে যৌথবাহিনীর অভিযান করিয়েও ঠিক করা পসিবল না, কারণটা খুব সিম্পল, পাবলিক ডিলিং এর জন্য আর্মি ট্রেইনড্ আপ না, তারা বিশেষ কাজের জন্য ট্রেনিংপ্রাপ্ত।

যৌথবাহিনী হয়ত তাৎক্ষণিক কিছু তৎপর কাজ করতে পারে ধর তক্তা মার পেরেক টাইপ, কিন্তু লম্বা সময় ধরে ফিল্ডে সার্ভিস দিতে গিয়ে, পাবলিকের সাথে ২৪/৭ ইন্টারেকশন করে কাজ করতে গিয়ে অনেক জায়গায় কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে এবং আমি নিশ্চিত সেটা হচ্ছে অনেকক্ষেত্রেই। এজন্য যৌথবাহিনীর ইম্প্যাক্ট ভিজিবল হচ্ছে না অনেক জায়গায়। 

দীর্ঘদিন ধরে মানে টানা ৫-৬ মাস যারা একটানা ক্যাম্পে আছে, তাদের রোটেশন করাটা জরুরি। বাই রোটেশনে তাদেরকে এরিয়া পরিবর্তন করে করে ডেপ্লয় করা উচিৎ। তিনমাসের বেশি সেইম জেলায় সেইম ক্যাম্পে রাখা উচিৎ নয় কোনমতেই। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/15fSJMZApJ/

রিফাত

×