ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

পদত্যাগের ইস্যুতে সাফ যে কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১১:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

পদত্যাগের ইস্যুতে সাফ যে কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বিগত কয়েকদিন যাবত সারাদেশে ছিনতাই-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে সব অপরাধমূলক কার্যক্রমের জন্য ‘আওয়ামী দোসরদের’ দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গেল রাতে রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে মধ্যরাতেই বিক্ষোভ-মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

এসময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না। ’

রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।  

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, এই ব্যবস্থা আমি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। ’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রে সি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।  

ফুয়াদ

×