ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বনশ্রীতে গুলি খেয়েও যে কারনে নিজের বাসায় ঢুকতে পারেননি স্বর্ণ ব্যবসায়ী

প্রকাশিত: ১০:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বনশ্রীতে গুলি খেয়েও যে কারনে নিজের বাসায় ঢুকতে পারেননি স্বর্ণ ব্যবসায়ী

ছবি: সংগৃহীত।

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩) গুলি খেয়ে আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনতাই করে নেয়।

ঘটনার পর, রাত ১২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তবে, ওই রাতে বাসায় ঢুকতে না পেরে তার স্ত্রী দাবি করেন যে, নিরাপত্তাহীনতার কারণে গেট বন্ধ করে রাখা হয়েছিলো, সে বার বার বলা সত্ত্বেও গেট খোলেনি কেউ। তিনি জানান, পরবর্তীতে দরজা খুলে তার স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং গেটের তালা লক করার কারণে হামলাকারীরা সহজেই তাদের কার্যক্রম সম্পন্ন করে বলে অভিযোগ উঠেছে।

নুসরাত

×