ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ড. ইউনূসকে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা ভেবে দেখতে বললেন সায়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূসকে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা ভেবে দেখতে বললেন সায়ের

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা নিয়ে প্রধান উপদেষ্টাকে ভেবে দেখতে বললেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

গত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সংক্রান্ত পরামর্শ সম্বলিত তার নিজের পোস্ট শেয়ার করে প্রধান উপদেষ্টার উদ্দেশে সায়ের লিখেছে, “ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত এর কোনও একটি পরামর্শও আমলে নেননি। ধরনের ব্যর্থ এক্সিকিউটিভ আপনার ক্যাবিনেটে এখনও বহাল থাকার যোগ্যতা রাখে কিনা, সে বিষয়টি একটু ভেবে দেখবেন।

গত মাসের পোস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি যেসব পরামর্শের কথা উল্লেখ করেছিলেন-

. রাজধানী ঢাকায় কেন্দ্রীয় এবং দেশের সকল বিভাগীয় সদরে আনসার/পুলিশ/্যাব/বিজিবি/সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করুন। প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানান।

. নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যেকোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। থানার ওসি সহ যেকোনও গুরুত্বপূর্ণ পদায়নে কর্মকর্তার যোগ্যতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সততাকে প্রাধান্য দিন, প্রয়োজনে এনএসআই এর নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন। কোন দল বা গোষ্ঠীর সুপারিশ নয়।

. আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেফতার, হয়রানী বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান এবং পরিবারের সদস্যরা যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে, তাদের সুরক্ষা নিশ্চিত করুন।

. গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

. অতিউৎসাহী ব্যক্তি-গোষ্ঠীর তৎপরতা বন্ধ করুন।

. নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করুন। তাদের খাবারের মানোন্নয়ন করুন, ব্যারাক/লাইনে যেন একটু শান্তিতে ঘুমাতে পারেন সেটার ব্যবস্থা করুন।

. দেশের সকল ট্রাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন। তাদের রেইনকোট, ছাতাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন। থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ আসবাবপত্রের ব্যবস্থা করুন।

. স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রধান মাসে অন্তত দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেটা নিশ্চিত করুন। তাদের পরিদর্শন যেন কেবল দরবার বা মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা কাজে নিয়োজিতদের সাথে ইন্টারেকশন মূলক হয় সেটার ব্যবস্থা করুন।

. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা নিয়োজিত তাঁদেরও পরিবার রয়েছে। তাঁরা যেন পরিবারের সাথে ন্যূনতম সময় কাটাতে পারেন সে ব্যবস্থা করুন।

১০. দেশের সকল জেলে কারারক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন। কারাগারে মাদক সহ নিষিদ্ধ সামগ্রীর ব্যবসা বন্ধ করুন। বিনাবিচারে আটকদের মুক্তির ব্যবস্থা করুন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফয়দা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। কারা-বন্দিদের খাবারের মানোন্নয়ন করুন।

সূত্র: https://www.facebook.com/share/p/1F7AHtwZGX/

এমটি

×