ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এবার জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন আমান আযমী

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

এবার জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন আমান আযমী

এবার জহির রায়হানের নিখোঁজ নিয়ে প্রশ্ন তুললেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে আযমী লিখেন, বিজয় হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে। মুক্তিযুদ্ধের সময় "স্টপ জেনোসাইড" নামে সাড়া জাগানো মুভি তৈরী করে প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার এই মুভি সারা পৃথিবীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি করে বিজয় তরান্বিত করতে সাহায্য করেছিল। সেই জহির রায়হান বিজয়ের প্রায় দেড় মাস পর নিখোঁজ হলেন। আজ পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। বাআল এ নিয়ে কোন তদন্ত করেনি! কোন উচ্চবাচ্য করেনি!! কেন? এর জবাব ভারতের এই গোলামেরা কখনো দেয়নি।

তিনি লিখেন, কেন এবং কিভাবে তিনি নিখোঁজ হয়েছিলেন, তাকে কি মেরে ফেলা হয়েছে?  হলে কারা তাকে হত্যা করলো? কেন করলো? এসব প্রশ্নের জবাব ভারতের দাস-দাসীরা দেয় না, দিবে না। আপনারা কি এসব প্রশ্নের উত্তর জানেন?

সজিব

×