ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আজকের মতো এতো আরামের ঘুম হয়তো আর কোনো দিন ঘুমাবোনা : তানজিকা

প্রকাশিত: ০৮:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আজকের মতো এতো আরামের ঘুম হয়তো আর কোনো দিন ঘুমাবোনা : তানজিকা

ছবি:সংগৃহীত

আজকের মতো এতো আরামের ঘুম হয়তো আর কোনো দিন ঘুমাবোনা : তানজিকা
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং নিয়ে 

অভিনেত্রী  তানজিকা, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গ করে মন্তব্য করেন, আজকের মতো এতো আরামের ঘুম হয়তো আর কোনো দিন ঘুমাবোনা ।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং বলেন , বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণ সচেতন, আপনারা জানেন, এই আওয়ামী দোসরা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের পাচার করা টাকা বর্তমানে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছে।

 

 

 

 

যা আমরা কোন অবস্থায় হতে দিব না। আমরা যেভাবেই হোক তা প্রতিরোধ করব। রাত-দিন যেখানে বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং তা প্রতিহত করবে, তিনি আরোও বলেন,  আমি ক্লান্ত হীন ভাবে বলতে চাই,  যে আওয়ামী লীগ এসব কাজ করছে তাদের ঘুম আমি হারাম করে দিব এবং তারা কোথাও স্থান পাবে না।

 

 

 

 

 

 

তিনি জোর দিয়ে বলেন যে, বাহিনীকে তিনি শক্তভাবে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করে এবং আগামী কাল থেকে যেন কোথাও কিছু না ঘটে তার জন্য ব্যাবস্থা গ্রহন। যদি বাহিনী তার কার্যক্রম সঠিকভাবে পালন না করতে পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

 

 

বাহিনী দের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আস্বস্থ করবেন, যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি হয়।

আঁখি

×