ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আমার মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই: প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আমার মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই: প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের মধ্যরাতের প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তাকে জানান, দেশব্যাপী ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়ায় নারী শিক্ষার্থীরা উদ্বিগ্ন। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না, তা জানতে চান শিক্ষার্থীরা।

উদ্বিগ্ন নারী শিক্ষার্থীদের উদ্দেশে ঐ সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "তাদের উদ্দেশে বলব, আমার মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন এবং তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে।"

অপরাধমূলক নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।

উল্লেখ্য, বিক্ষোভ চলাকালীনই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত নিজ বাসায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সূত্র: https://www.facebook.com/share/18NBebRxS1/

রাকিব

×