ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মধ্যরাতের প্রেস ব্রিফিংয়ে পদত্যাগের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যরাতের প্রেস ব্রিফিংয়ে পদত্যাগের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশব্যাপী অপরাধমূলক নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।


বিক্ষোভ চলাকালীনই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত নিজ বাসায় প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজ বক্তব্য উপস্থাপন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন।


দেশকে অস্থিতিশীল করার জন্য তিনি আওয়ামী দোসরদের দায়ী করে বলেন, "আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, যারা এই কাজগুলো করছে, আমি তাদের ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না। দিনে-রাতে যখনই হোক না কেন, তাদের কোথাও কোনো স্থান হবে না।"

তার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নজরে এসেছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার এই পদত্যগের ব্যাপার আজকে তো প্রথম না। তারা আমাকে যেসব কারণে পদত্যাগ করতে বলে, ঐ কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যগের প্রশ্ন ওঠে না।"

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থায় ছাড় দিবেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে এবং এটা আবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই।"

 

সূত্র: https://www.facebook.com/share/18NBebRxS1/

রাকিব

×