ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

যাকাত আদায়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি দূর করার পরিকল্পনা জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ০৬:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

যাকাত আদায়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি দূর করার পরিকল্পনা জানালেন ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রতিবছর বাংলাদেশে প্রায় এক লাখ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব, যা সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে ১০ বছরের মধ্যে দেশে ভিক্ষাবৃত্তি বিলুপ্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত ‘ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, "যাকাত ইসলামের ফরজ বিধান হলেও ব্রিটিশ শাসনের দীর্ঘ প্রভাবের ফলে এদেশে যাকাত আদায়ের প্রতি উদাসীনতা তৈরি হয়েছে। অনেকেই এটাকে ইচ্ছামাফিক বিষয় হিসেবে দেখেন। অথচ মানুষকে যাকাত আদায়ে উদ্বুদ্ধ করা গেলে সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ হ্রাস পাবে। আমাদের আইএমএফ বা আইডিবির ঋণের প্রয়োজন হবে না, দেশ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে উঠবে।"

তিনি যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজেডএম-এর উদ্যোগের প্রশংসা করেন এবং আলেম-ওলামাদের জাতির সম্পদ উল্লেখ করে বলেন, "তারা ঐক্যবদ্ধ হলে সমাজের পরিবর্তন দ্রুততর করা সম্ভব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শামসুল আলম। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মু. মোহাম্মদ ফরীদ উদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (ইত্তেহাদ) মহাসচিব মুফতি ওবায়দুল্লাহ হামজাহ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।

সেমিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।

পরে উপদেষ্টা বাংলামোটরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধন করেন। এসময় তিনি মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ গঠনে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। পাঁচদিনব্যাপী এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের ৩২ জন পুরোহিত ও সেবাইত অংশ নেন।

আসিফ

×