ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নিরপাত্তা জোরদারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে কৌশল জানালেন পিনাকী!

প্রকাশিত: ০৬:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নিরপাত্তা জোরদারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে কৌশল জানালেন পিনাকী!

ছবি: সংগৃহীত

প্রখ্যাত অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, উপদেষ্টা নিজে কতবার থানাগুলো পরিদর্শন করেছেন, কতবার বাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে দেখা করেছেন বা তাদের সমস্যার খোঁজ নিয়েছেন।

তিনি উল্লেখ করেন, বাহিনীর সদস্যরা যদি বুঝতে পারে যে তাদের নেতা পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে তারা প্রাণ দিতেও প্রস্তুত থাকবে। রাতের বেলা প্রেস কনফারেন্স করে কঠোর অবস্থান দেখানোর বদলে, সরাসরি মাঠে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তার মতে, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টহল দলে যোগ দিতেন, ঢাকার অলিগলিতে ঘুরে নাগরিকদের সাহস দিতেন, বাহিনীর সদস্যদের সঙ্গে ক্যান্টিনে বসে খাবার খেতেন, তাহলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারত। এমনকি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ঘুমাতেন না বলে উল্লেখ করেন।

আসিফ

×