ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

১৯৭১ পর সরাসরি বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তান! সম্পর্কে নতুন মোড়?

প্রকাশিত: ০৫:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

১৯৭১ পর সরাসরি বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তান! সম্পর্কে নতুন মোড়?

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে একটি পাকিস্তানি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশে রওয়ানা হয়েছে। বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল আমদানি করছে, যা পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) সরবরাহ করবে।

চলতি ফেব্রুয়ারির শুরুতে এই চুক্তি চূড়ান্ত হয়। চাল রপ্তানি দুই ধাপে সম্পন্ন হবে— প্রথম চালানের ২৫ হাজার টন ইতোমধ্যে বাংলাদেশের পথে রয়েছে, আর বাকি ২৫ হাজার টন আগামী মার্চের শুরুতে পাঠানো হতে পারে।

প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি সরকারি কার্গো জাহাজ বাংলাদেশে নোঙর করতে যাচ্ছে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে এবং সরাসরি জাহাজ চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এটি শুধু দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলকই নয়, বরং দীর্ঘদিন স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

আসিফ

×