ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

"যে শহরে আমরা থাকবো না, সেই শহরে কাউকে ঘুমাতে দিবনা" বক্তব্যটি হেসে উঠিয়ে দেওয়া উচিত হয়নি!

প্রকাশিত: ০৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ছবি: সংগৃহীত

পিনাকী ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিংয়ে উত্থাপিত মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং সেই বক্তব্যটি ছিল: "যে শহরে আমরা থাকবো না, সেই শহরে আমরা কাউকে ঘুমাতে দিবনা।" এই বক্তব্যের প্রতিবাদে পিনাকী বলেন, "এটা হেসে উড়িয়ে দেয়া উচিত হয়নি।"

পিনাকী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন যে, "আওয়ামী দুর্বৃত্তরা মাঠে, আর আর্মি ঘুমাচ্ছে," যা তার রাজনৈতিক মতামতকে স্পষ্টভাবে তুলে ধরে। এই বক্তব্যে তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দুর্বৃত্তদের প্রভাবশালী অবস্থানকে সমালোচনা করেছেন।

আসিফ

×