ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মধ্যরাতে গুলি-ছিনতাই, নির্ঘুম রাত কাটাচ্ছে বনশ্রীবাসী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যরাতে গুলি-ছিনতাই, নির্ঘুম রাত কাটাচ্ছে বনশ্রীবাসী

ছবি; সংগৃহীত

বনশ্রীতে মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‘শান্ত এলাকা’ নামে পরিচিত বনশ্রীতে হঠাৎ করেই এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় বইছে। আতঙ্ক বিরাজ করছে রামপুরা আফতাবনগরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপরই বনশ্রবাসীসহ স্থানীয় বেশ কয়েকটি গ্রুপে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বনশ্রী এলাকায় বসবাসকারী একজন বলেন,  ২০০৫ সাল থেকে আমি বনশ্রীতে বসবাস করছি। কখনো এমন হয়নি। 


এদিকে এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।

এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী মা-গো মা-গো করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে জোরে মা-গো মা-গো বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান।

দুর্ধর্ষ ছিনতাইয়ের এ ঘটনাটি আশপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয় বাসিন্দারা ভিডিও করেছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিলেন এবং গুলি ছুঁড়ছিলেন তখন ভিডিও করা লোকজনও জোরে জোরে চিৎকার করছিলেন। ‌পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।

শহীদ

×