ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টিএসসিতে রাতভর গণস্বাক্ষর কর্মসূচি

প্রকাশিত: ০০:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টিএসসিতে রাতভর গণস্বাক্ষর কর্মসূচি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর গণস্বাক্ষর কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের দাবি, দেশের গণতন্ত্র ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, "আমরা সবাই মিলে এই স্বাক্ষর করছি যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এবং তাদের অপরাধের বিচার হয়। লক্ষ লক্ষ প্রাণহানি ঘটিয়েছে তারা। জনগণের প্রাণের দাবি হচ্ছে, এই দলের নিষেধাজ্ঞা নিশ্চিত করা।"

তারা আরও বলেন, "গাজীপুরে আমাদের এক সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিলে শহীদ আবুল কাসেমকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য হুমকি।"

গণস্বাক্ষর কর্মসূচিতে আন্দোলনকারীরা জানান, তারা এই স্বাক্ষর আদালতে উপস্থাপন করবেন এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে, যেখানে বিচারক ও আইন বিশেষজ্ঞরা থাকবেন।

তারা বলেন, "আমরা জাতিসংঘ পর্যন্ত যাবো এবং আওয়ামী লীগের অপরাধ বিশ্ববাসীকে জানাবো। তাদের বিচার করার জন্য আমরা ছাত্রজনতার আদালত গঠন করবো এবং সেখানে নিরপেক্ষভাবে সকল অপরাধের বিচার করা হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/i5rNnUjsszw?si=lQgZK2hfW45CUIMY

এম.কে.

×