ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টাদের চামড়া গন্ডারের চামড়ার মতো: নাসিরুদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ২২:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টাদের চামড়া গন্ডারের চামড়ার মতো: নাসিরুদ্দিন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বর্তমান সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে বলেছেন, "যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের চামড়া যেন গন্ডারের চামড়ার মতো। ছয় মাস আগে কোনো বিষয়ে বললেও তারা তা বাস্তবায়ন করতে ছয় মাস সময় নেন।"

শনিবার তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, "গত ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা, নিপীড়ন ও দমন-পীড়ন চালিয়েছে, তার জন্য তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তার প্রথম কাজই হওয়া উচিত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, "৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে সরকার গঠনের সময় আমরা দেখেছি, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকত, তাহলে তাদের লাখ লাখ নেতাকর্মীর নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে আমরা সেই পরিস্থিতি প্রতিরোধ করেছি। আমাদের লক্ষ্য হলো বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে একটি সুশৃঙ্খল বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা।"

নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, দেশে বিচারহীনতার কারণে বিভিন্ন স্থানে ‘মব জাস্টিস’ দেখা গেছে, তবে বর্তমান সরকার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে নীরবতা পালন করে, তাহলে জনগণ আবারও রাজপথে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।"

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "যদি পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়, তবে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। ধানমন্ডি ৩২ নম্বরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তেমন কিছু যদি সামনে আরও ঘটে, তাহলে তা দেশের জন্য সংকট সৃষ্টি করবে।"

সরকারকে সতর্ক করে তিনি বলেন, "উপদেষ্টারা যদি আওয়ামী লীগের বিচারের ব্যাপারে নীরব থাকেন, তাহলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। মানুষ আপনাদের আশা নিয়ে সরকারে বসিয়েছে, কিন্তু যদি আপনারা সচিবালয়কে বিলাসবহুল হোটেল কক্ষ মনে করেন, তাহলে তা জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/44OO07eOOAY?si=DPQqe5mDltSBnavf

এম.কে.

×