ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে গিলে খেতে দেয়া হবেনা: আসিফ সৈকত

প্রকাশিত: ২১:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে গিলে খেতে দেয়া হবেনা: আসিফ সৈকত

ছবি: সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমালোচক আসিফ সৈকত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, প্রতিটি জাতীয় সংকটের সময় ধর্মকে ইস্যু বানিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা করে ফ্যাসিবাদী শক্তিগুলো। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে। আসিফ সৈকত স্পষ্টভাবে বলেন, "বাচ্চাদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে গিলে খেতে দেওয়া হবে না।"

ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভাজন তৈরির রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের, ইসলামকে, আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে ধর্মকে অবমাননা করে ফায়দা লোটার যে প্রবণতা তৈরি হয়েছে, তা বন্ধ করা জরুরি।

এ প্রসঙ্গে তিনি ব্লাসফেমি আইনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এই আইন প্রণয়ন করা হলে তা শুধু ইসলাম নয়, বরং সকল ধর্ম এবং ধর্মের অনুসারীদের সুরক্ষা দেবে। তিনি আরও বলেন, "ব্লাসফেমি শব্দটি খ্রিস্টীয়, তাই এর পরিবর্তে 'ধর্ম সুরক্ষা আইন' নামকরণ করা যেতে পারে।"

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং ধর্ম অবমাননার রাজনীতি বন্ধ করতে অবিলম্বে এমন একটি আইন প্রণয়নের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান আসিফ সৈকত।

এম.কে.

×