ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

৮৪ শতাংশ মানুষ চায় স্বাধীন স্থানীয় সরকার কমিশন, সুফল কী মিলবে?

প্রকাশিত: ২১:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

৮৪ শতাংশ মানুষ চায় স্বাধীন স্থানীয় সরকার কমিশন, সুফল কী মিলবে?

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকারকে কার্যকর এবং গতিশীল করতে স্বাধীন এবং স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এ সুপারিশের পেছনে একমত হয়েছেন দেশের ৮৪ শতাংশ মানুষ। এছাড়াও স্থানীয় সরকারকে দলীয় আধিপত্য মুক্ত করা এবং প্রার্থীদের নূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত বলে মনে করেন।

অবিলম্বে পাঁচ সদস্য বিশিষ্ট সাংবাদিক মর্যাদাসম্পন্ন একটি স্থায়ী ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করার সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন। সম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার কমিশন সকল সংস্কারকর্মের একটি ধারাবাহিকতা রক্ষায় সক্ষম হবে। কমিশন স্থানীয় সরকার অর্থায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইনের আওতায় আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিদের সমানভাবে বিচার বিবেচনা করে, আইনের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে।

এমন সুপারিশের আগে এ বিষয়ে জনমত জরিপও চালায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন।

জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়। অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ২০২৫ সালের জানুয়ারিতে এই জরিপটি পরিচালনা করে। যেখানে দেশের ৬৪ টি জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬০৮০ টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়।

জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশন এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। জরিপে অংশ নেয়া প্রায় ৯৭ শতাংশ মানুষই মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নূনতম শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটি থাকা উচিত। এর মধ্যে ৩৮ শতাংশ মনে করেন প্রার্থীদের এসএসসি পাশ করা উচিত, ৩০ শতাংশ মনে করেন এইচএসসি পাশ করা উচিত এবং ২৫ শতাংশ মনে করেন নূনতম যোগ্যতা হওয়া উচিত স্নাতক পাস।

বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০ টিরও বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করছেন, স্থানীয় সরকার পরিচালনার জন্য একটি একক ও সমন্বিত আইন থাকা উচিত। প্রায় ৭৫ শতাংশ মানুষ মনে করছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট মোকাবিলায় একটি সমন্বিত সেবা কাঠামো থাকা উচিত।

 

দেশে ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে ৮৫ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে একজন নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন। এছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানী ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।

দেশের তৃণমূলের রাজনীতিতে পরিচ্ছন্নতা, দলীয় প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবেশ ও নাগরিক সেবার মান উন্নয়ন করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থায়, ব্যাপক সংস্কার ও স্বাধীন কমিশন গঠনের বিকল্প নেই। সুপারিশটিতে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার কমিশনসহ স্থানীয় সরকার ও স্থানীয় শাসন সংক্রান্ত সব সুপারিশ সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে, স্থানীয় সরকার কমিশন দীর্ঘমেয়াদে সরকারকে যথাযথভাবে, সকল আইন-বিধি, নিয়ম-কানুন ধারাবাহিক ভাবে আইনানুক পন্থায় প্রস্তুত করতে সহায়তা করতে পারবে।

মো. মহিউদ্দিন

×