ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই

ছবিঃ সারা আরা মাহমুদ ,সংগৃহীত

 অমর একুশে গানের সুর স্রষ্টা এবং মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিবার সন্ধ্যায় ছয় ৬টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

 সারা আরা মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে শাওন মাহমুদ। সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদসহ অসংখ্যা স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শাওন মাহমুদ গণমাধ্যমকে জানান,  আগামীকাল সোমবার বাদ জোহর বনানী কবরস্থানে সারা আরা মাহমুদকে সমাহিত করা করা হবে। তিনি আরও জানান, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি অপারেশন হয়েছে।

সফল অপারেশন  শেষে তিনি বাসাতেই ছিলেন। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিল।  রবিবারও তেমনটাই  হচ্ছি। এরপর  তো তিনি চলেই গেলেন।
সারা আরা মাহমুদ দীর্ঘকাল চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক পদ থেকে অবসরে যান। তার স্বামী আলতাফ মাহমুদ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’  গানের সুর করেছেন।

মনোয়ার/জাফরান

×