ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্বাভাবিক মৃত্যু দেখানোর জন্য হাসপাতালগুলোর অপরাধ নিয়ে যা বললেন আযমী

প্রকাশিত: ২১:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

স্বাভাবিক মৃত্যু দেখানোর জন্য হাসপাতালগুলোর অপরাধ নিয়ে যা বললেন আযমী

ছবি:সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী তার ফেসবুকের একটি পোস্টে লিখেন, শীর্ষ ফ্যাসিবাদের নির্দেশে মৃত্যুর সনদে স্বাভাবিক মৃত্যু দেখানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষও শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ বলেছেন, আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, তাদের ময়নাতদন্ত প্রতিবেদন বা মৃত্যু সনদ সংগ্রহ করতেও ব্যাপক সমস্যা হচ্ছে। বিভিন্ন হাসপাতাল থেকে এসব প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের চাপের কারণে অনেক ক্ষেত্রে ময়নাতদন্তই করা হয়নি। এমনকি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যু সনদে প্রকৃত কারণ উল্লেখ করা হয়নি, বরং "শ্বাসরোধ" বা অন্য কোনো সাধারণ কারণ দেখানো হয়েছে।

মুহাম্মদ ওমর ফারুক

×