ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় মোহাম্মদ আলাউদ্দিন (৩৬) নামক এক ব্যক্তিকে তাঁর স্ত্রী নুর জাহান কুপিয়ে হত্যা করেছেন। এই ঘটনা শনিবার রাত দুইটার দিকে ঘটে। আলাউদ্দিন, একজন দিনমজুর, নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, নুর জাহান তার স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন। স্বামী পঞ্চম বিয়ে করার কথা নুর জাহানকে না জানানোয় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে।

আলাউদ্দিনের আগে তিনটি স্ত্রী ছিলেন, যাদের তিনি তালাক দিয়েছেন। ৯ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে দেড় মাস আগে নুর জাহানকে না জানিয়ে আলাউদ্দিন পঞ্চম বিয়ে করেন এবং সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। নুর জাহান এই বিয়ের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তথ্যসূত্রঃhttps://www.kalerkantho.com/online/country-news/2025/02/23/1484423?fbclid=IwY2xjawIoB-NleHRuA2FlbQIxMQABHdLyK5Wys-

মারিয়া

×