ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান

পক্ষপাত বা কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না

প্রকাশিত: ১৮:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পক্ষপাত বা কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না

ছবিঃ সংগৃহীত

আগামী দু-এক দিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিব নির্বাচন করতে পেরেছি। যারা পদোন্নতি পাচ্ছেন, তারা সবাই চাকরির ভেতর থেকেই আসছেন, কেউই চুক্তিভিত্তিক নন।”

সাবেক জেলা প্রশাসক (ডিসি) বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিনিয়র সচিব বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের কেউ ওএসডি, কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন। অর্থনৈতিক অপরাধের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট অভিযোগগুলো দুদকে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে কিন্তু কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা সাময়িকভাবে ওএসডি হয়েছেন।এখানে সরকারের পক্ষপাত নেই। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটি করবে, যাতে একজনও নিরীহ কর্মকর্তার যেন কোনো অসম্মান না হয়।’ 

তিনি বলেন, ‘পক্ষপাত বা কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়মনীতির মাধ্যমে। একজন কর্মকর্তাও যেন ক্ষতিগ্রস্ত (ভিকটিম) না হন, সেটি দেখা হবে।’

জাফরান

×