ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার সহায়তায় বিদ্রুপ ট্রাম্পের, যে সংস্থার নাম কেউ শোনেনি তারাই পেয়েছেন

প্রকাশিত: ১৮:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার সহায়তায় বিদ্রুপ ট্রাম্পের, যে সংস্থার নাম কেউ শোনেনি তারাই পেয়েছেন

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যার নাম আগে কেউ শোনেননি এবং যার সদস্য সংখ্যা মাত্র দুইজন।

এক বক্তব্যে ট্রাম্প এ বিষয়ে বিদ্রুপ করে বলেন, এমন একটি সংস্থাকে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়েছে, যার অস্তিত্ব নিয়েই প্রশ্ন রয়েছে। তবে কোন প্রতিষ্ঠান এই অর্থ পেয়েছে, সে সম্পর্কে মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি কোনো তথ্য দেয়নি।

প্রসঙ্গত, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বিশ্বব্যাপী বেশ কিছু আর্থিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নিয়েও প্রশ্ন তুলে তিনি নতুন করে বিতর্কের জন্ম দিলেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/5ZBByZy5GjI?si=zzLunP3jQbQATimH

মারিয়া

×