ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আম্মা আর আধা ঘণ্টা বাঁচুম

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আম্মা আর আধা ঘণ্টা বাঁচুম

ছবি: সংগৃহীত

লিবিয়ায় মানবপাচার চক্রের হাতে বন্দি হয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যুবক রাসেল মিয়া (২৬)। মৃত্যুর আগে মাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে শেষবারের মতো বিদায় জানিয়ে বলেন, "আম্মা, আমারে মাফ করছোনি? আমি আর আধা ঘণ্টা বাঁচুম। আমারে শরীরে কিতা য্যান দিছে গো। আমি মইরা যাইতেছি।"

এই কথা শোনার পর থেকে পুত্রশোকে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা আউলিয়া বেগম। পরিবারের সদস্যরা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) তারা রাসেলের মৃত্যুর খবর পান।

ভালো ভবিষ্যতের আশায় লিবিয়া পাড়ি
ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের লাউস মিয়ার ছেলে রাসেল মিয়া ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পৈতৃক ঘরবাড়ি বিক্রি করে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। এজন্য স্থানীয় দালালদের হাতে ১৫ লাখ টাকা তুলে দিয়ে ২০২৪ সালের শুরুর দিকে দেশ ছাড়েন।

কিন্তু ইতালি পৌঁছানোর বদলে দালালরা তাকে লিবিয়ায় নিয়ে যায় এবং স্থানীয় মানবপাচার চক্রের হাতে তুলে দেয়।

মুক্তিপণের জন্য অমানুষিক নির্যাতন
পরিবারের সদস্যদের দাবি, মুক্তিপণের জন্য রাসেলকে অমানুষিক নির্যাতন চালায় মানবপাচারকারীরা। তাকে ছাড়িয়ে আনতে পরিবারের পক্ষ থেকে দুই দফায় প্রায় ৩০ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু দালাল চক্র আরও ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা দিতে না পারায় রাসেলের ওপর নির্যাতন বাড়তে থাকে।

বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা
২১ ফেব্রুয়ারি মানবপাচারকারীরা রাসেলকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে হত্যা করে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার পর তার স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

রাসেলের মরদেহ দেশে ফেরানো সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত। তার পরিবার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

তথ্যসূত্রঃ https://www.news24bd.tv/details/208013

মারিয়া

×