ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’

প্রকাশিত: ১৭:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন নিম্নলিখিত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার, ভূমি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ- এর নেতৃত্বে তিতাস গ্যাসের জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন 'অর্জুন্দি ও পৌর ভবনাথপুর' এলাকার ৭টি পয়েন্টে অবৈধ চুন কারখানা, ঢালাই কারখানা ও মিষ্টি কারখানার অবৈধ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে ১টি (৩ ভাট্টি বিশিষ্ট)চুন কারখানা, ১টি (২ ভাট্টি বিশিষ্ট) ঢালাই কারখানা ও ১টি মিষ্টি কারখানার ২০০ ফুট পাইপ উত্তোলন করাসহ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ ছাড়া একই দিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি'র মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর আওতাধীন জিনজিরা শাখার কেরানীগঞ্জ উপজেলার বড় মনোহরিয়া ও ছোট মনোহরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দু'টি স্পটে দু'টি নামবিহীন তার তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক উৎস পয়েন্ট থেকে কিল করা হয় এবং  একটি কারখানার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে ঘন্টাপ্রতি ০৪ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার দৈনিক মূল্য ৩৫,২৩৮ টাকা। অভিযান পরিচালনাকালে ৩/৪" ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এম এস পাইপ, ১" ইঞ্চি ব্যাসের ২০ ফুট হোস পাইপ, ০২টি কম্পেসার/বুস্টার, ০১টি মোটর ও ৫টি তাপাই ভাট্টি বার্নার উচ্ছেদপূর্বক জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০২টি শিল্প, ১২১টি বাণিজ্যিক ও ২৫,৩০৫টি আবাসিকসহ মোট ২৫,৬২৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৯,৬৪৫টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১২৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

স্বপ্না/রাজু

×