ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ছাত্রলীগ নেতাদের ধর্ষণের শিকার অদৃতার অভিযোগ নিয়ে সমন্বয়কদের বক্তব্য

প্রকাশিত: ১৭:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রলীগ নেতাদের ধর্ষণের শিকার অদৃতার অভিযোগ নিয়ে সমন্বয়কদের বক্তব্য

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অদৃতা মাহি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ধর্ষণের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বাও হয়েছেন বলে দাবি করেছেন।

গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানীর শিল্পকলা একাডেমীতে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করেন ওই শিক্ষার্থী। কয়েকজন সমন্বয়ককে বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, “দুইজন ছিল, দুইজন মিলে আমাকে ধর্ষণ করে। যারা এটার একটা সলিউশন করতে পারত, এখনও পর্যন্ত তারা ঘুরতেছে।”

এদিকে মাহির এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়করগণ। মাহির অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

“বিষয়টি জানার পরপরই আসামিদের বিরুদ্ধে মাহিকে মামলা করতে বলা হয় এবং সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেয়া হয় কিন্তু মেয়েটি সেসব দিকে না গিয়ে কেন্দ্রীয় কমিটির একটা দায়িত্ব দাবি করেন,” গণমাধ্যমকে এমনটিই জানান উমামা ফাতেমা।

মাহির বক্তব্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহনাফ তাহমিদ নামে একজন এই ভিডিও শেয়ার করে সমন্বয়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তার সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সমন্বয়ক নুসরাত তাবাসুম লিখেছেন মাহি যেন তার সামনে এসে এমন অভিযোগ করেন।

তাবাসুম আরও জানান, “তাকে সব রকম সাহায্য করতে চাওয়া হয়েছে কিন্তু সে অন্য কিছু চাচ্ছিল। মাহি যা চেয়েছে সেটা তার অনুমতি ব্যতীত আমি প্রকাশ করতে পারছি না। তবে তার স্টেটমেন্ট এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলোকে একসঙ্গে উপযুক্ত স্থানে পৌঁছে দেয়া হবে।”

ধর্ষণের অভিযোগ তোলা ওই ছাত্রী আইনি সহায়তা নিয়ে গড়িমসি করেছেন বলে অভিযোগ তুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সামিয়া মাসুদ মম। তিনি এ ঘটনার শুরু থেকেই ওই নারীর শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন বলে জানান।

সমন্বয়ক মম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও একটি অডিও রেকর্ড পোস্ট করে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। মম লেখেন, একদিন হঠাৎ মাহি তার কাছে এসে বলে ঢাবিতে (ঢাকা বিশ্ববিদ্যালয়) অনেক আসন ফাঁকা আছে তার জন্য যেন একটি সিটের ব্যবস্থা করা হয়।

 

তথ্যসূত্র:  https://tinyurl.com/3yy57x4n 

রাকিব

×