ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদ হিযবুল্লাহ

জুলাই কারো বাপের সম্পত্তি না

প্রকাশিত: ১৭:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই কারো বাপের সম্পত্তি না

ছবি:সংগৃহীত

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিযবুল্লাহ তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, জুলাই কারো বাপের সম্পত্তি না; আমাদের লড়াই 'ছাত্রশক্তি ভাই-বেরাদারদের' এই হেজেমনি ভাইঙ্গা দেওয়ার জন্যও ছিলো। অথচ 'শক্তি ভাইরা' এইটারে পদ-পদবীর লড়াই আকারে ন্যারেটিভ উৎপাদন কইরা গেছেন অব্যাহতভাবে। যারা পদ-পদবী নিয়া কেওয়াজ উৎপাদন করছিলেন, তাদের জানা উচিত আমাকে যেইদিন জানাকের সহ-মুখপাত্র করা হয়েছিলো, তার পরেরদিনই সাধারণ সভায় আমি পদত্যাগ করেছিলাম। এই সব পদ-পদবীর দাম আমার কাছে দুই পয়সাও না৷ইজ্জত এবং সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ।

মুহাম্মদ ওমর ফারুক

×